অরূপ মাহাত: ইসরো প্রেরিত চন্দ্রযান-২ সাফল্যের খুব কাছে এসেও হারিয়ে যায়। চাঁদের মাটিতে অবতরণের ঠিক ১৫ মিনিট আগে মাত্র ২.১ কিমি বাকী থাকতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর সাথে। এই নিয়ে ইসরোর বিজ্ঞানীদের পাশে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কর্ণাটকের প্রাক্তন মূখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। চন্দ্রযান-২ এর ব্যর্থতার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি। চন্দ্রযান নিয়ে মোদীর বাড়াবাড়ির কারণেই এত কাছাকাছি এসেও সফল হতে পারেনি ইসরো। সাফল্যের দোরগোড়ায় পৌঁছেও ইসরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের।
চন্দ্রযান-২ এর সাফল্যের সঙ্গী হতে গত ৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালোরের ইসরোর দপ্তরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে কর্ণাটকের প্রাক্তন মূখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, ‘চন্দ্রযান-২ এর জন্য ইসরোর বিজ্ঞানীরা প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু বিক্রমের সাথে আর যোগাযোগ করতে পারেনি ইসরো। এর জন্য দায়ী নরেন্দ্র মোদী।’ একই সাথে তিনি এও বলেন যে, ‘মোদী এমন ভাব করলেন সেদিন যেন চন্দ্রযান-২ তিনি নিজে বানিয়েছেন।’