বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই আছে। সুযোগ পেলেই একে অন্যকে নিশানা করে কটাক্ষ করতে থাকেন। আবারও একবার মোদীকে নিশানায় রাখলেন রাহুল গান্ধী। বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদকে ইস্যু করছে তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে।
২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর ভোটের আগেই রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে। রবিবার লাতুরে ভোট প্রচারে গিয়ে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাহুল বলেন যে, গত ৪০ বছরে দেশে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। দেশে ২ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। গুজরাটে বস্ত্র ও হীরে শিল্পের শোচনীয় অবস্থা কিন্তু এই বিষয়ে মোদীকে নিয়ে মিডিয়া নীরব রয়েছে।
এরপরই তিনি ইসরোর চন্দ্রযান-২ মিশন প্রসঙ্গে বলেন, ‘যখন দেশের যুবকেরা চাকরি চাইছে, সরকার তাদের চাঁদ দেখাচ্ছে।’ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে তিনি বলেন এঁদের একটাই লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা কিন্তু ওরা দেশের আসল ইস্যুতে চুপ থাকেন।