দেশনিউজ

৭৫ টাকার কয়েন প্রকাশ প্রধানমন্ত্রীর, বিশ্ব খাদ্য দিবসে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

Advertisement

আজ ৭৫তম বিশ্ব খাদ্য দিবস, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন পা রাখল ৭৫ বছরে। আর তাই এই উপলক্ষে আজ ৭৫ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি আজ  আটটি খাদ্যশস্যের ১৭ রকমের ধরন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এই ধরনগুলি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পৃথিবী জুড়ে গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং সবার দেহে পুষ্টি যোগানোর জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যে কাজ করে আসছে তার কোনও তুলনা নেই। ১৯৫৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই সংস্থার ডিরেক্টর জেনারেল ছিলেন ভারতের আইসিএস অফিসার বিনয় রঞ্জন সেন। সেই সময়েই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম চালু হয়। এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই সংস্থা।”

কিছু দিন আগেই খিদেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা স্থির করে কাজে নেমেছিল বিশ্ব খাদ্য প্রকল্প। আর রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই সমর্থন জানাল নোবেল কমিটি। টাকার অভাবে তারা খেতে পান না, অন্যের দয়ায় যা জোটে তা খেয়ে পড়ে বেঁচে থাকে। আর খাবারের জন্য কতো মানুষ লড়াই করে অনেকে পশুর মুখ থেকেও ছিনিয়ে খায়। তাই রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই শান্তি পুরস্কার দিয়ে সাধুবাদ জানানো হয়েছে।

দেশের মানুষদের খাদ্য সমস্যা দূর করার পাশাপাশি সব রকমের খাদ্য সংক্রান্ত সমস্যা নির্মূল করার কথাও জানান হয়েছে। কিন্তু এসবের মাঝে আজ ভয়ানক খবর দিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। বিশ্ব খাদ্য দিবসে তারা জানিয়েছে করোনায় যা না মৃত্যু হবে, তার থেকে বেশি মানুষ মারা যাবেন খাদ্যাভাবে।

Related Articles

Back to top button