গতকাল, হাউস্টনে ‘হাউডি মোদী’ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ১০০ মিনিট স্টেজে থাকেন ডোনাল্ড ট্রাম্প এবং ৩০ মিনিট ভারত সম্পর্কে বক্তৃতা দেন। এই অনুষ্ঠানে প্রায় ৫০,০০০ ভারতীয় ও আমেরিকান উপস্থিত ছিল।
‘হাউডি মোদী’ অনুষ্ঠানে এসে সন্ত্রাস ইস্যুতে ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন ‘ভারত ও আমেরিকা দুই দেশের সীমা রক্ষা নিয়ে চিন্তা আছে।আমেরিকায় অবৈধ প্রবাসীর সংখ্যা ক্রমবর্ধমান। বড় সমস্যা এটি।’ তিনি জানান যে, ইসলামিক দেশগুলির কঠোরপন্থী মনোভাবের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একসঙ্গে লড়াই করবে। এবং ভারত ও মার্কিন সম্পর্ক মজবুত থাকায় এখন থেকে সামরিক ও মহাকাশ ক্ষেত্রে এক সাথে কাজ করবে দুই দেশ।