দুরন্ত সফলতা অস্ট্রেলিয়া সিরিজে বাড়ি ফিরেই বিএমডব্লিউ কিনলেন মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া (Australia) সফরে ১৩ উইকেট, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম বড় আবিষ্কার মহম্মদ সিরাজ Mohammad Siraj)। টেস্টে (Test) অভিষেক ঘটিয়েই ভেলকি দেখিয়েছেন। তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব…

Avatar

অস্ট্রেলিয়া (Australia) সফরে ১৩ উইকেট, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম বড় আবিষ্কার মহম্মদ সিরাজ Mohammad Siraj)। টেস্টে (Test) অভিষেক ঘটিয়েই ভেলকি দেখিয়েছেন। তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব (World Cricket)। আর এই সাফল্যের জন্য দেশে ফিরেই নিজেকে তিনি উপহার দিলেন। বিএমডব্লিউ (BMW) !কিনলেন নিজের জন্য।

৪ ম্যাচের টেস্ট সিরিজে ১৩টি উইকেট নিয়েছেন সিরাজ। Instagram স্টোরিতে সেই গাড়ির ভিডিয়ো শেয়ার করেছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফর তাঁর কাছে যেন অগ্নিপরীক্ষার সমান ছিল। সফরের মাঝে বাবার মৃত্যু, লাগাতার বর্ণবিদ্বেষী মন্তব্যের আক্রমণ।

তবুও তিনি ভেঙে পড়েননি। বরং প্রতিকূল পরিস্থিতি তাঁকে আরও শক্তিশালী করে তুলেছিল। হায়দরাবাদে ফেরার পরেই শুভেচ্ছা, সম্বর্ধনার জোয়ারে ভাসছেন তিনি। এর মধ্যেই ভক্তদের সুখবড় দিয়ে নিজের ইনস্টাগ্রামে তারকা পেসার শেয়ার করলেন সদ্য কেনা বিএমডব্লিউয়ের ছবি।

সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, বাবা অটো চালিয়ে পুত্র সিরাজকে বড় করেছেন। আর সিরাজ দুরন্ত অভিষেকের পরেই বিএমডব্লিউ কিনছেন।