হরিয়ানা : গত ২৪ শে অক্টোবর প্রকাশিত হয় হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনের ফলাফল অনুসারে সরকার গঠনের জন্য বিজেপি ৬ টি আসনে পিছিয়ে থাকে। হরিয়ানায় স্থিতিশীল সরকার গঠনের জন্য বিজেপি এবং জেজিপি ঐক্যবদ্ধ হয় এবং রাজ্য সরকারের সাথে দেখা করে বিজেপি এর প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী এবং জেজিপি থেকে উপমুখ্যমন্ত্রী নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ, রবিবার বিজেপি থেকে মোহনলাল খাট্টার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হোন। এবং উপ মুখ্যমন্ত্রী হন জেজিপি দলের প্রতিনিধি দুষ্মন্ত চৌটালা। আজ দুপুর ২ টা ২০ নাগাদ হরিয়ানায় অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য এর উপস্থিতিতে তারা শপথ বাক্য পাঠ করেন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনহোরলাল খাট্টার। এদিন অনুষ্ঠানে শপথ নেন খাট্টার সরকারের তিন মন্ত্রী। আজ পুরো মন্ত্রী সভার ঘোষণা করা হয়নি তবে তা দীপাবলীর পর ঘোষণা হবে বলে জানা যায়। তবে আজ শপথ অনুষ্ঠানে মোদী-শাহর অনুপস্থিতি সবাইকে অবাক করে দেয়।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained