বাজিমাত করল স্টার জলসার ‘মোহর’, টিআরপি নেমে গেল জি বাংলার

এতদিন ধরে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ এবং ‘করুণাময়ী রানী রাসমণি’-এর টিআরপি ছিল সবচেয়ে বেশি। এবার তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’ উঠে এলো সবচেয়ে প্রথমে।…

Avatar

এতদিন ধরে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ এবং ‘করুণাময়ী রানী রাসমণি’-এর টিআরপি ছিল সবচেয়ে বেশি। এবার তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’ উঠে এলো সবচেয়ে প্রথমে। এই মুহূর্তে ‘মোহর’-এর চিত্রনাট্য টানটান পর্যায়ে। ধারাবাহিকের মুখ্য চরিত্র শঙ্খ ও মোহর মন্দিরে গিয়ে বিয়ে করেছে। এই মুহূর্তে শঙ্খ ও মোহর-এর রোম্যান্স উপভোগ করছেন দর্শকরা।

টিআরপি রেটিংয়ে প্রথম পাঁচেও নেই জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। ‘কৃষ্ণকলি’-র চিত্রনাট্যকে এর জন্য দায়ী করা হচ্ছে। দুই বৌ,এক বর-এর বস্তাপচা কনসেপ্ট উঠে এসেছে এখানেও। এছাড়া দ্বিতীয় বৌ -এর ষড়যন্ত্রও যোগ হয়েছে এখানে। নিখিল-শ্যামার হিট জুটি দর্শকদের মন কাড়তে সক্ষম হচ্ছে না আম্রপালীর প্রতি শ্যামার অতিরিক্ত মহানুভবতার জন্য। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ‘কৃষ্ণকলি’ রীতিমত ট্রোল হতে শুরু করেছে। নেটিজেনরা পুজোর মুখে এই ধারাবাহিকের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। এই ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামার মেক’ আপ ও ধারাবাহিকটির চিত্রনাট্য নিয়ে বিতর্কিত ছিল। এবার টিআরপি নেমে গিয়ে এখন ‘কৃষ্ণকলি’র অবস্থা তথৈবচ।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘ করুণাময়ী রানী রাসমণি’ যথেষ্ট জনপ্রিয়। এই ধারাবাহিকটির চিত্রনাট্য সকলের কাছে প্রশংসনীয় হয়েছে। কিন্তু এই সপ্তাহে ধারাবাহিকটি টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মূলতঃ রানী রাসমণির জীবনকাহিনী অবলম্বনে এই ধারাবাহিকের চিত্রনাট্য তৈরী হয়েছে। এই কারণে চিত্রনাট্যে কোনো নতুন মোড় আনতে হলে চ্যানেলকে ভাবতে হবে,তা যেন কোনোভাবেই মূল কাহিনীধারাকে প্রভাবিত না করে। এই ক্ষেত্রে ‘মোহর’-এর চিত্রনাট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো অসুবিধা না থাকায় টিআরপি রেটিংয়েও তারতম্য হচ্ছে।