Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোলাপি রঙের টিউব টপে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন মোনালিসা

Updated :  Saturday, January 6, 2024 9:49 AM

মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হওয়া সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে ভোজপুরি নায়িকা হিসাবে। তবে বর্তমানে ভোজপুরি ফিল্মে অভিনয় করেন না মোনালিসা। তিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ফটোশুট শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন মোনালিসা।

মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের টিউব টপ ও কালো রঙের ট্রাউজার। টিউব টপ ও ট্রাউজারটি ল্যাটেক্স দিয়ে তৈরি। টিউব টপটির নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে মোনালিসার ক্লিভেজ। কালো রঙের ট্রাউজারটি হাই-ওয়েস্ট। উন্মুক্ত রয়েছে মোনালিসার নাভিমূল। এই ড্রেসের সাথে মোনালিসার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ফুশিয়া পিঙ্ক রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। চুল খোলা রয়েছে। দুই কানে রয়েছে ছোট স্টোনের স্টাড। নাইট ক্লাবে গিয়েছিলেন মোনালিসা। ফলে তাঁর ডান হাতে রয়েছে নাইট ক্লাবের নির্দিষ্ট ব্যান্ড। এটিও গোলাপি রঙের।

ছবিগুলি শেয়ার করে হ্যাশট‍্যাগ দিয়ে মোনালিসা লিখেছেন, “অ্যাবাউট লাস্ট নাইট”। এই ক্যাপশনের সাথে মোনালিসা জুড়েছেন লাল রঙের ঠোঁটের ইমোজি। নেটিজেনদের একাংশ মোনালিসার সৌন্দর্যের প্রশংসা করেছেন। সাম্প্রতিক কালে মোনালিসাকে দেখা গিয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘বেকাবু’-তে। এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একাধিক রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন মোনালিসা।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)