Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেরুন অফশোল্ডার গাউনে ক্যামেরার সামনে অভিনেত্রী Monalisa, সামনে ঝুঁকে এমন পোজ দিয়েছেন

Updated :  Thursday, June 15, 2023 9:57 PM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকে মোনালিসাকে ওয়াইন রঙের ডিজাইনার অফশোল্ডার, সাইড স্লিটেড গাউনে দেখা গিয়েছে। এদিন মানানসই লিপস্টিকে হাতে মূল্যবান ব্রেসলেট ও আংটি পরেছিলেন তিনি। মানানসই নুড, গ্লসি মেকাপের পাশাপাশি কানে পরেছিলেন মূল্যবান পাথরের দুলও। পায়ে ছিল সোনালী হাই হিল। সাজ পূরণের জন্য মানানসইভাবে চুলও বেঁধেছিলেন অভিনেত্রী। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো অন্যদিকে তাকিয়েই পোজ দিয়েছিলেন তিনি। তার চোখে-মুখে, শরীরী হাবভাবে ছিল বোল্ডনেসের ছোঁয়া। এদিন একটি সাজানো গোছানো সেটেই এই বেশে দিয়েছিলেন একাধিক পোজ। আপাতত, তারই বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, মানুষের হৃদয়ে রানির মতো থাকতে চান। উল্লেখ্য, কোনো ফটোশুটের খাতিরে কিংবা কোন শুটিংয়ের সূত্র ধরেই এই বেশে সেজে উঠেছিলেন তিনি, যা নিঃসন্দেহে আবারো দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তমহলের।