Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: সুইমস্যুটে মনালিসার আগুন লুক, তার হট মুভ দেখে ইন্টারনেট ঝড়ে উড়ছে

Updated :  Tuesday, April 29, 2025 10:39 AM

ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনালিসা আবারও ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি সুইমস্যুট পরা ফটোশুটে তাঁকে দেখা গেছে একেবারে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।

মনালিসার ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি রঙিন সুইমস্যুটে সুদূর কোনো সমুদ্রতট বা বিলাসবহুল রিসোর্টে পোজ দিচ্ছেন। তাঁর স্টাইল, ক্যামেরার দিকে নজর, আর শরীরী ভাষা অনুরাগীদের চমকে দিয়েছে। মনালিসার এই হট লুক যেন গ্রীষ্মের গরমকেও হার মানাচ্ছে!

Monalisa: সুইমস্যুটে মনালিসার আগুন লুক, তার হট মুভ দেখে ইন্টারনেট ঝড়ে উড়ছে

এই ছবিগুলোর নিচে মন্তব্যের ঝড় উঠেছে। কেউ লিখেছেন, “আগুন লাগিয়ে দিলে!”, আবার কেউ মন্তব্য করেছেন, “সুন্দরতার সংজ্ঞা বদলে দিলেন!” মনালিসা বরাবরই সাহসী ও স্টাইলিশ লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন, এবং এই ফটোশুটে তারই প্রমাণ মিলেছে।

Monalisa: সুইমস্যুটে মনালিসার আগুন লুক, তার হট মুভ দেখে ইন্টারনেট ঝড়ে উড়ছে

কেবল ভক্তরাই নন, বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকাও তাঁর লুকের প্রশংসা করেছেন। এই ফটোশুট প্রমাণ করে যে, মনালিসা নিজের ইমেজ, ফিটনেস ও ফ্যাশন সেন্স নিয়ে কতটা সচেতন। তবে শুধু গ্ল্যামার নয়, মনালিসা একজন দক্ষ অভিনেত্রীও। তিনি ভোজপুরি ছাড়াও টেলিভিশন এবং হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন। দর্শকদের মনে তার অবস্থান এতটাই শক্ত যে প্রতিটি পোস্ট যেন একেকটি সংবাদে পরিণত হয়। এই ভাইরাল ফটোশুটের মাধ্যমে মনালিসা আবারও প্রমাণ করলেন যে, তিনি শুধু রূপে নয়, মননেও একজন পরিপূর্ণ তারকা।