Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোনালিসা ও শ্রুতির চূড়ান্ত ‘মহব্বত’, তুমুল নেচে ভাইরাল হলেন দুই অভিনেত্রী

মোনালিসা (Monalisa) কোথাও থাকবেন আর ইন্সটাগ্রাম রিল হবে না, তা কি হয়! ফলে মোনালিসা ও অভিনেত্রী শ্রুতি শর্মা (Shruti sharma)-র একটি ইন্সটাগ্রাম রিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আই ক্যান্ডি হয়ে উঠেছে।…

Avatar

মোনালিসা (Monalisa) কোথাও থাকবেন আর ইন্সটাগ্রাম রিল হবে না, তা কি হয়! ফলে মোনালিসা ও অভিনেত্রী শ্রুতি শর্মা (Shruti sharma)-র একটি ইন্সটাগ্রাম রিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আই ক্যান্ডি হয়ে উঠেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে বিখ্যাত হিন্দি গান ‘মহব্বত’-এর সঙ্গে তুমুল নাচছেন মোনালিসা ও শ্রুতি। লাল রঙের শাড়িতে মোনালিসা ও পিচ রঙের শাড়িতে শ্রুতি স্বকীয়তা বজায় রেখেছেন। রিয়েল লাইফে মোনালিসা ও শ্রুতির বন্ধুত্ব হলেও কালার্স চ্যানেলের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নমক ইস্ক কা’-য় দুজনে কিন্তু পরম শত্রু। সিরিয়ালে সবসময়ই মোনালিসাকে দেখা যায় শ্রুতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে।

কলকাতার মেয়ে মোনালিসা আশুতোষ কলেজে সংস্কৃতে স্নাতক হবার পর ওড়িয়া মিউজিক ভিডিও-য় কাজ করেন। কিন্তু নবাগতা মোনালিসা সেইসময় টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক লড়াই করেও কোন কাজের সুযোগ না পেয়ে পাড়ি জমান মুম্বই। মুম্বইতে অনেক স্ট্রাগল করার পর সুযোগ আসে ভোজপুরি ফিল্মে অভিনয় করার। ক্রমশ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন মোনালিসা। এরপর তাঁর কাছে আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার সুযোগ। সেই বছর সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার মধ্যে থেকে কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে। অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন। এই কারণে ‘বিগ বস’ না জিতলেও মোনালিসা দর্শকদের মন জয় করে নেন। এরপর ধীরে ধীরে তাঁর কাছে ভালো কাজের অফার আসতে থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অপরদিকে টলিউড থেকেও আসতে থাকে কাজের সুযোগ। ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা। গত বছর স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর’-এর সিকোয়েল ‘নজর-2’ -শেষ হয়েছে। এই সিরিয়ালে মোনালিসার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রসঙ্গত, মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত(vikrant singh Rajput)- কে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

তবে মোনালিসা দীর্ঘদিন মুম্বইয়ের বাসিন্দা হলেও বাংলার শিকড়ের টান ভোলেননি। মোনালিসা এই বছর পরিবারের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করতে কলকাতায় এসেছিলেন। যেহেতু তাঁর বন্ধু অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)কলকাতায় আছেন, তাই মোনালিসা ও পূজার পরিবার মিলে আইটিসি রয়্যাল বেঙ্গলে লাঞ্চে গিয়েছিলেন। 13 ই এপ্রিল মরাঠি নববর্ষ গুড়ি পরওয়া ছিল। ফলে লাঞ্চে যাওয়ার আগে বাড়িতে গুড়ি পরওয়া পালন করেছেন পূজা। কিন্তু মোনালিসা নিজেকে রাঙিয়েছিলেন খাঁটি বাঙালিয়ানায়। মোনালিসার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি এবং মানানসই গয়না। পূজা পরেছিলেন গ্রে রঙের শাড়ি। কূণাল রঙের ধুতি-পাঞ্জাবিতে হয়ে উঠেছিলেন বাঙালি বাবু। আইসিসি রয়্যাল বেঙ্গলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাকড্রপকে পিছনে রেখে বাঙালি সুরকার বাপি লাহিড়ি (Bappi lahiri)-র গান ‘তুনে মারি এন্ট্রি’-র বাংলা ভার্সন ‘তুই তো নিলি এন্ট্রি’-র সঙ্গে তুমুল নেচে ইন্সটাগ্রাম রিল বানালেন মোনালিসা ও পূজা। তাঁরা ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করতেই কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটির ভিউয়ারস এক লক্ষ ছাড়িয়ে যায়। ভিডিওটি শেয়ার করে তাঁরা লিখেছেন, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কলকাতার বুকে দেখা হওয়ার মুহূর্ত খুব সুন্দর।

About Author