Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Actress: মোনালিসা থেকে অক্ষরা সিং, এই ভোজপুরি অভিনেত্রীরা শাড়িতে পুরুষ ভক্তদের পাগল করেছে

Updated :  Friday, February 3, 2023 2:22 PM

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি অভিনেত্রীরা এখন বহুল পরিচিত। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই পরিচিতি কিংবা জনপ্রিয়তা বেড়ে গিয়েছে দ্বিগুণ। তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা বেজায় জনপ্রিয় নেটজনতার অধিকাংশের মাঝে। সম্প্রতি তাদের মধ্যেই বেশ কয়েকজনের ট্রাডিশনাল লুক এই মুহূর্তে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেই সূত্র ধরেই একাংশের মাঝে এই মুহূর্তে তুমুল চর্চায় ভোজপুরি অভিনেত্রীরা।

শাড়ি সকলের কাছেই অন্যতম জনপ্রিয় সাবেকি পোশাক। তারকা থেকে সাধারণ সকলেই যখন তখন শাড়ি লুকে তাক লাগাতে ব্যস্ত থাকেন। এই মুহূর্তে একাধিক ভোজপুরি অভিনেত্রীদের শাড়ি লুক ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে, যা নিঃসন্দেহে নজর এড়ায়নি কারোরই। রইল সেইসমস্ত ঝলক, দেখে নিন।

১) মোনালিস- বাংলা, হিন্দি ও ভোজপুরি তিন ইন্ডাস্ট্রিতেই বিস্তর রাজত্ব এই অভিনেত্রীর। বিকিনি থেকে শাড়ি সব লুকেই তাক লাগাতে পারেন তিনি। সবসময় নেটমাধ্যমের পাতায় নিজের কোনো না কোনো লুক নিয়ে হাজির থাকেন মোনালিসা। আপাতত তারই বেশ কিছু শাড়ি লুক ভাইরাল হয়েছে।

২) রনি চ্যাটার্জী- ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের ফিটনেস নিয়ে বেজায় সচেতন অভিনেত্রী, তার ঝলক অবশ্য প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এই মুহূর্তে নিজের শাড়ি লুকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত রানি চ্যাটার্জী।

৩) আম্রপালি দুবে- ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন আম্রপালি। অন-ক্যামেরা হোক কিংবা অফ-ক্যামেরা দুই জায়গাতেই শাড়ি লুকে তাক লাগান এই অভিনেত্রী। সম্প্রতি তারই কিছু ঝলক ভাইরাল নেটদুনিয়ায়। সেই সূত্রেই চর্চিত অভিনেত্রী।

৪) কাজল রাগওয়ানী- ইনিও ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। সকলের পাশাপাশি কাজলেরও সম্প্রতি বেশ কিছু শাড়ি লুক ভাইরাল হতে দেখা গিয়েছে।

৫) নম্রতা মাল্লা – ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড অভিনেত্রী তিনি। বেশিরভাগ সময় রিভিলিং পোশাকেই দেখা দিয়ে থাকেন নম্রতা। তবে আপাতত তার শাড়ি লুকের ঝলক ভাইরাল হতেই একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

৬) অক্ষরা সিং- ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড অভিনেত্রী তিনি। একাধিক জনপ্রিয় ভোজপুরি তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষরা। শরীরচর্চাতেও বেজায় মনোযোগী তিনি, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আপাতত, তারই বেশ কিছু শাড়ি পরা ঝলক ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।