Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠান্ডায় দীপিকা পাড়ুকোনের গানে হট নাচ করলেন মোনালিসা, যা দেখে হতবাক গোটা নেটদুনিয়া

বঙ্গতনয়া মোনালিসা (Monalisa)-র কেরিয়ারের উড়ান শুরু হয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে। বাঙালি মেয়ে হওয়া সত্ত্বেও বহু ভোজপুরি নায়িকাকে পিছনে ফেলে মোনালিসা হয়ে উঠেছিলেন প্রথম সারির অভিনেত্রী। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয়…

Avatar

বঙ্গতনয়া মোনালিসা (Monalisa)-র কেরিয়ারের উড়ান শুরু হয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে। বাঙালি মেয়ে হওয়া সত্ত্বেও বহু ভোজপুরি নায়িকাকে পিছনে ফেলে মোনালিসা হয়ে উঠেছিলেন প্রথম সারির অভিনেত্রী। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন তিনি। এই শো জিততে না পারলেও দর্শকদের পছন্দের প্রতিযোগী হয়ে উঠেছিলেন মোনালিসা। শো থেকে বেরোনোর পর মোনালিসা আর ভোজপুরি ফিল্মে অভিনয় করেননি। তবে হইচই-এর বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে ঝুমাবৌদির চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। বর্তমানে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মোনালিসা।

সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও হৃত্বিক রোশন (Hritwik Roshan) অভিনীত এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এর গান ‘ঈশ্ক জ্যায়সা কুছ’-এর সাথে নেছে রিল বানিয়ে তা অনুরাগীদের সাথে ইন্সটাগ্রামে শেয়ার করলেন মোনালিসা। রিলে মোনালিসার পরনে রয়েছে পার্পল রঙের ক্রপ টপ ও নীল ডেনিম জাম্পস্যুট। খোলা রয়েছে মোনালিসার চুল। হালকা মেকআপ করেছেন তিনি। চোখের কোল ভরেছেন কাজলে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। পায়ে রয়েছে রূপোলি ব্যালেরিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিপুণ দক্ষতায় মোনালিসা ফুটিয়ে তুলেছেন ‘ঈশ্ক জ্যায়সা কুছ’ -এর প্রতিটি স্টেপ। ভিডিওর ক্যাপশনেও এই গানের লাইনটি তুলে দিয়ে গোলাপি রঙের হার্ট ইমোজি জুড়েছেন মোনালিসা। তাঁর অনুরাগীদের একাংশ মোনালিসার নাচের প্রশংসায় পঞ্চমুখ। ভোজপুরি ফিল্মে অভিনয় না করলেও এখনও মোনালিসার ফ্যান বেস যথেষ্ট স্ট্রং। তাঁরা মোনালিসার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বর্তমানে নজর টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘লাল বানারসি’-তে নয়নতারার চরিত্রে অভিনয় করছেন মোনালিসা। আপাতদৃষ্টিতে ধারাবাহিকে এটি যথেষ্ট ইতিবাচক চরিত্র।

About Author