মনামী ঘোষ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে তিনি নেটমাধ্যমের ট্রেন্ডসেটার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করে ফেলেছেন তিনি। অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে তার সুখ্যাতি কিছু কম নয়। তিনি প্রায়ই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয়ের পাশাপাশি তার ভালবাসার জায়গা নাচ। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেলও রয়েছে। রয়েছে নাচের দলও। যেখানে থেকে থেকেই নিজের নাচের ভিডিও শেয়ার করে থাকেন তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। তিনি প্রায়ই নিজের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামের পাতায়। কয়েকদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেটালের পোশাকে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছিলেন মনামী। তার সেই লুক যে রীতিমতো সকলের নজর কেড়েছিল, তা আর আলাদাভাবে বলার নয়। মিডিয়ার পাতাতেও কম চর্চা হয়নি, তার এই পোশাক নিয়ে। অবশ্যই এই প্রথম নয় এর আগেও এমন ইউনিক পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু সাম্প্রতিক ফটোশুটের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে কখনো বিকিনি আবার কখনো মনোকিনি বেশে দেখা মিলেছে এই টলি অভিনেত্রীর। ঝলক মিলেছে তার ফিল্মফেয়ার লুকেরও। বেশিরভাগ ছবিতেই সমুদ্রের ধারে দেখা গিয়েছে তাকে। খুব সম্প্রতি সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী, যার একাধিক ঝলক নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ছবিগুলি খুব সম্ভবত সেইখানেই তোলা হয়েছে। উল্লেখ্য, এই সমস্ত ঝলক ‘টলি প্ল্যান্ট বাংলা’র অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। আপাতত, সেই ছবিগুলির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।