Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আপনার অর্থ নিরাপদ’, করোনা সংকটে আমানতকারীদের আশ্বাস RBI-র

Updated :  Friday, March 27, 2020 12:52 PM

করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় লকডাউনের তৃতীয় দিনে সাংবাদিক সম্মেলন করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। যার ফলে ব্যবসা ক্ষেত্রে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের এই আতঙ্কের মধ্যে আরবিআই-এর গভর্নর আমানতকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, ‘আপনাদের অর্থ সুরক্ষিত থাকবে।’ একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সমস্ত বকেয়া ঋণে তিন মাসের স্থগিতের অনুমতি দেওয়ায় রেপো রেট ও সিআরআর কমানো হয়েছে।

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেন যে, সময় এসেছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়ার। ব্যবসা ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে তিনি বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন, সেগুলি হল- ১) নমনীয়তা বাড়ানোর ব্যবস্থা করা, ২) একক ট্রান্সমিশন সরিয়ে নেওয়ার পদক্ষেপ করা, ৩) আর্থিক ঋণ পরিশোধ সহজ করার প্রচেষ্টা করা, ৪) বাজার স্থিতিশীল করার প্রচেষ্টা করা।

করোনা ভাইরাসের তীব্রতা, বিস্তার এবং সময়কাল বিশ্বব্যাপী অর্থনীতির অবস্থা নির্ধারণ করবে বলে জানিয়েছেন আরবিআই-এর গভর্নর শক্তিত্তান্ত দাস। তিনি আরও বলেন যে, সরকার ভাল ব্যবস্থা গ্রহণ করেছে এবং করোনোভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জিততে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে আমরা জয় নিশ্চিত করতে পারি।

করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে আর্থিক মন্দা নেমে আসতে পারে বলে ঈঙ্গিত দেন আরবিআই-এর গভর্নর। তবে তিনি মনে করিয়ে দেন যে, ‘কঠিন সময় কখনই স্থায়ী হয় না। কেবল কঠোর মানুষ এবং শক্ত প্রতিষ্ঠানগুলিই টিকে থাকে শেষ পর্যন্ত।’ আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবদান রাখা আমাদের কর্তব্য বলে জানান তিনি।