বর্তমানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ স্কিম রয়েছে বাজারে। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বেশি টাকা উপার্জন করতে কে না চায়? তাই এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায়। নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের একাধিক স্কিম (Post Office Scheme) রয়েছে যেগুলি সর্ব ক্ষেত্রের মানুষের মাঝে বেশ জনপ্রিয়।
এই প্রতিবেদনে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র (Kishan Bikash Patra) স্টিমটি নিয়ে রইল বিস্তারিত তথ্য। এখানে টাকা বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ের পরে টাকা দ্বিগুণ করে নেওয়া যাবে। বর্তমানে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে কিষান বিকাশ পত্রে। এই স্কিমে একাধিক সুবিধা পাওয়া যায় যা গ্রাহকদের জন্য খুবই লাভজনক। এই স্কিমে একক এবং যৌথ দু ভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। পাশাপাশি কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রেও তার বাবা মা এই স্কিমে খুলতে পারবেন অ্যাকাউন্ট।
কিষান বিকাশ পত্রে টাকা বিনিয়োগ করলে ২ বছর ৬ মাস পরে ইচ্ছা করলে সেই টাকা তুলে নেওয়া যাবে। তবে স্কিমটি যদি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে সুদের হারে সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে না। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ সীমা কিছু নেই। ১০০-র গুণিতকে বাড়ানো যাবে বিনিয়োগের পরিমাণ। এখানে ৯ বছর ৭ মাসের জন্য টাকা বিনিয়োগ করলে তা হয়ে যাবে দ্বিগুণ।
কিষান বিকাশ পত্রের সুদের হার শেয়ার বাজারের উপরে নির্ভর করে না। তাই সুদের হারেও কোনো পরিবর্তন হয় না। পাশাপাশি পোস্ট অফিস তথা কেন্দ্রীয় সরকার যেহেতু এই স্কিমের ক্ষেত্রে সম্পূর্ণ দায়বদ্ধ, তাই এখানে ঝুঁকিহীন ভাবে বিনিয়োগ করেই পাওয়া যায় নিশ্চিত রিটার্ন।