স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা বর্তমান যুগে প্রত্যেকটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। রোজ রোজ প্রযুক্তির উন্নতি হচ্ছে। দেশের মধ্যে চলছে ডিজিটালাইজেশনের জোয়ার। এই লকডাউনের গৃহবন্দি দশাতে প্রত্যেক মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাই তো এখন জনপ্রিয়তার শিখরে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাপ। আর এখন কমবেশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইটের সাথে যুক্ত থাকে।
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে নেটিজেনরা। আসলে ইন্টারনেট পরিষেবার দৌলতে এখন নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। তাই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কেউ কেউ নিজের নাচ, গান বা অভিনয় করার প্রতিভা ব্যক্ত করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এছাড়াও কোনো অবাক ঘটনা চাক্ষুষ করলে, সময় নষ্ট না করে নেটিজেনরা তা ক্যামেরাবন্দি করে এবং পরে এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন পশু পাখিদের মিষ্টি অদ্ভুত কার্যকলাপ। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি মা বাঁদর তার সন্তানকে কোলে নিয়ে খেলা করছে। ছোট্ট বাঁদরছানাটি মায়ের সান্নিধ্য পেয়ে বেশ খুশি। আসলে পৃথিবীর কোনো ভালোবাসার সাথে মাতৃস্নেহের তুলনা করা ভুল হবে। মাতৃস্নেহ অপার মমতাময়ী এবং অত্যন্ত আবেগপূর্ণ। পৃথিবীতে কোনো কিছুকে হয়তো তার মায়ের থেকে কেউ বেশি ভালবাসতে পারে না। একজন মা নিজের স্নেহের মাধ্যমে তার সন্তানকে বড় করে তোলেন। ব্যাতিক্রম হয়নি ভাইরাল ভিডিও ওই বাঁদর এবং বাঁদরছানার মধ্যেও।
ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মা এবং সন্তানের কিউট মুহূর্তের প্রশংসা করে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। ওই মা বাঁদরের মাতৃত্ব ও মমতাময়ী রূপের প্রশংসা করেছে একাংশ নেটিজেন। সব মিলিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে দাবানলের মত।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases