VIDEO: বাইকের চাকার ফাঁকে আটকে গেল বাঁদর, তারপর যা হল…দেখুন ভিডিও

আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির ব্যবহার অনেকটাই কমে গিয়েছে এই ডিজিটাল দুনিয়াতে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দশায় তাই প্রত্যেক মানুষের সময় কাটানোর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। নানা হাসির, মজার বা নাচ, গানের ভিডিও দেখে সময় কাটছে সকলের। এককথায় বলা যেতে পারে এই কঠিন সময়ে সকলের কাছে অক্সিজেন এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষা পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও বানিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যায়। কখনো দেখা যায় টিয়া পাখির অদ্ভুত কথা বলার প্রতিভা, তো কখনো দেখা যায় কুকুরছানার কিউট খেলার মুহূর্ত। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি বাঁদরের কীর্তি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বাঁদর দুষ্টুমি করতে গিয়ে একটি বাইকের চাকায় অদ্ভুতভাবে আটকে যায়। সে নিজে থেকে ওই বাইকের চাকার ফাঁক দিয়ে আর বেরোতে পারে না। এবার বাঁদরের কীর্তি দেখে আশেপাশের মানুষ তাকে সাহায্য করতে আসে। অনেক মানুষ ঘিরে ধরে ওই বাইকের চাকা খুলে বাঁদরটিকে উদ্ধার করার চেষ্টা করে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিও দেখে অবাক হয়েছেন যে কি করে বাঁদরটি ওই বাইকের চাকার মধ্যে আটকে গেল। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।