আজ সকাল থেকেই আকাশ মেঘলা। সাথে চলছে ঝিরিঝিরি ও বিক্ষিপ্ত বৃষ্টি। আর বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আজ রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। মূলত নিম্নচাপের ফলেই এই বৃষ্টি চলছে।
আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি হাওয়া অফিস এটাও জানিয়েছে যে আর ৪-৫ দিন পর রাজ্যের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে।
কলকাতাতে গত দুইদিন ধরেই বৃষ্টি চলছে। ফলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে। তীব্র গরমের থেকে স্বস্তি মিলেছে শহরবাসীর। আজ কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৮৯ শতাংশ। আকাশ মেঘলা থাকবে আর বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে।