উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক সমাজকর্মী করোনা সচেতনতার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে। মানুষকে সচেতন করার জন্য তিনি মাথায় করোনাভাইরাসের হেলমেট পড়েছে। এই হেলমেটের মাধ্যমে তিনি মানুষকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তিনি আগরওয়াল কমিউনিটি কিচেন সংস্থার একজন ডেলিভারি সদস্য হিসাবে কাজ করেন।
এই আগরওয়াল কমিউনিটি কিচেন সংস্থা লকডাউনের সময় গরীব মানুষদের খাবার প্রদান করে। ওই সমাজকর্মী খাবার ডেলিভারি করার সময় মানুষকে বোঝান এবং সচেতন করার চেষ্টা করেন। তিনি বলেছেন,” যারা এই কঠিন পরিস্থিতিতেও বাড়ির বাইরে বেরোচ্ছেন। তাদের আমি ঘরে থাকার জন্য অনুরোধ করি যাতে তিনি এবং তাঁর কাছের মানুষেরা সুস্থ থাকে। আমি যখনই খাবার ডেলিভারি দিতে যাই তখনই এই হেলমেট পড়ি। আর রাস্তায় থাকা মানুষদের সচেতন করি।”
বর্তমানে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জন। যার মধ্যে ২ জন মারা গেছেন এবং ১৯ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর। প্রসঙ্গত, দেশে করোনাতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৪৭। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। এরপর রয়েছে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। কেরলে আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। আর দিল্লিতেআক্রান্ত হয়েছেন ২১৯ জন।