আতঙ্কিত শহরবাসী! শহরে প্রবল বেগে ছুটে চলেছে মশার ঘূর্ণিঝড়, ভাইরাল ভিডিও
টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম।
আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। বিভিন্ন ছোট বড় সংবাদ একটিমাত্র ক্লিকে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মাঝ রাস্তায় হঠাৎ করে দিয়ে আসছে কালো রঙের এক বিশাল আকৃতির ঘূর্ণিঝড়। কি ভয়ানক ভাবে কালো রঙের টর্নেডো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। ছবিটি দেখলেই রীতিমত ভয় লাগবে মনে হবে সব ধ্বংস করে দিয়ে চলে যাবে এই ঝড়। কিন্তু কী অদ্ভুতভাবে যদি ভালোভাবে দেখা যায় ভিডিওটি তাহলে বোঝা যাবে কালো রংয়ের ঘূর্ণিঝড় টর্নেডো নয় সেটি হল মশার ঝাঁক যেটি ক্রমশ এগিয়ে আসছে আর্জেন্টিনার শহরের বুকে।
'Tornados' de mosquitos en la Ruta 74 que conecta General Madariaga con Pinamar. 🌪🦟😲
Vía @FMLaMarea. pic.twitter.com/ImPGksJI80— Christian Garavaglia (@ChGaravaglia) February 24, 2021
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে। কিন্তু এইরূপ ঘটনা আগে কোনদিনও দেখেনি শহরবাসী। তাই সত্যি আতঙ্কিত হয়ে উঠেছে আর্জেন্টিনা শহরের মানুষেরা । বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আর্জেন্টিনার শহরে তুমুল বৃষ্টি হয় বেশ কয়েকদিন ধরে তাই বিভিন্ন জায়গায় জল জমা হয় আর সেই জমা জলের মধ্যে মশার দল বংশবিস্তার করা শুরু করে। আর সেখান থেকেই এই মশার ঝড় সৃষ্টি হয় যা প্রবলবেগে ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে শহরের মধ্যে ঢুকতে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে পুরো একটি শহর কে ধ্বংস করে দিতে পারে এই মশার ঝড়। যে সমস্ত মানুষের অফ মাঠে কাজ করে তাদের পক্ষে এই ঝড় সবথেকে বেশি ক্ষতিকারক ।