বিশ্বজুড়ে দিনের পর দিন বাড়ছে দূষণ। সুইডেনের IQAir AirVisual সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে বিশ্বের বিভিন্ন বড়ো শহর মিলিয়ে মোট ৩৫৫ টি শহরে। যার মধ্যে দিয়ে এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। বিশ্বের যে ৫০ টি দূষিত শহরের তালিকা ওই সংস্থা প্রকাশ করেছে তার শীর্ষে রয়েছে ভারত। ভারতের দিল্লি শহর সবথেকে দূষিত। কোথাও এর দূষনের মাত্রা ৯০০, কোথাও ১৬০০ ছুঁয়েছে।
তবে, স্বস্তির কথা হল, এই পঞ্চাশটি শহরের মধ্যে নেই কলকাতার নাম। তবে ভারতের বেশির ভাগ শহরই এই ৫০ টি শহরের তালিকায় উঠে এসেছে। এমনকি প্রথম ২০ টির মধ্যে ১৪ টিই ভারতের এবং ৫০ টির মধ্যে ২১ টি। দিল্লির পাশাপাশি দাষনের তালিকায় রয়েছে গাজিয়াবাদ। এই শহরের অবস্থা সবচেয়ে খারাপ। অত্যাধিক নোংরা শহরের তালিকায় স্থান পেয়েছে এটি। তবে প্রথম ৫০টি শহরের মধ্যে নেই কলকাতার নাম।
আরও পড়ুন : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ১৮, পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ ও অজিত ডোভাল
এই গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচটি শহর নির্দিষ্ট দূষন মাত্রার নীচে। ভারত ছাড়াও পাশাপাশি পাকিস্তানের ফয়জলবাদ ও লাহোর, বাংলাদেশের ঢাকা, চিনের হটান, বেজিং, আফগানিস্তানের কাবুল, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার জাকর্তা রয়েছে এই দূষিত শহরের তালিকায়। তবে দূষণের মাত্রা ভারতে বেশি হলেও চিন এদিকে থেকে অনেকটাই উপরে। চিনের রাজধানী বেজিং একসময় ছিল অত্যন্ত দূষিত শহর। কিন্তু তালিকায় বলা হয়েছে, গত কয়েক বছরে সেখানকার বাতাসের মান ভাল হয়েছে। অন্যদিকে ক্রমশই পিছিয়ে পড়ছে ভারত।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, গ্রিনহাউজ গ্যাসই এই পরিবেশ দূষণের মুল কারণ। তবে ওই সংস্থার প্রথম ৫০ টি শহরের তালিকায় কলকাতার নাম না থাকলেও গত কয়েক বছরে কলকাতার দূষণ অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন তারা। এখনই কোনো সাবধানতা অবলম্বন না করলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। প্রতি বছর গড়ে ভারতে পরিবেশ দূষণে মৃত্যু হয় প্রায় ১২ লাখ মানুষের যা সারা বিশ্বে ৭০ লাখ। সব মিলিয়ে ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ বলে আশংকা প্রকাশ করেছে সুইডেনের IQAir AirVisual।