Viral Video: দুই সন্তানের মায়ের ‘তৌবা তৌবা’ গানে দুর্দান্ত পারফরম্যান্স; দর্শকরা বলছেন, একেবারে যেনো শাড়ি পরে ভিকি কৌশল

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ফিল্ম ব্যাড নিউজ। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ককে। ব্যাড নিউজ বর্তমানে বক্স অফিসে দারুন ব্যবসা করছে এবং…

Avatar

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ফিল্ম ব্যাড নিউজ। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ককে। ব্যাড নিউজ বর্তমানে বক্স অফিসে দারুন ব্যবসা করছে এবং এর গান তৌবা তৌবা সর্বত্রই ভাইরাল হয়ে গেছে। সবাই এই গানের সাথেই রিল তৈরি করছে। আজকাল ইনস্টাগ্রামে সবাই তৌবা তৌবা গানের স্টেপ মিলিয়ে নাচ করার চেষ্টা করছে। অনেকেই এই গানের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর অধিকাংশ মানুষজনেরই ভিডিও হচ্ছে ভাইরাল। তবে, এবারে এক্স প্লাটফর্মে একটি নতুন ভিডিও ভাইরাল হল, যেখানে দুই সন্তানের সঙ্গে নিজের নাচের ভিডিও শেয়ার করেছেন এক মা। তার ভিডিও দেখলে আপনিও একেবারেই চমকে যাবেন। তাঁর স্টেপগুলো একেবারেই এমন যে ভিকি কৌশলও তাঁর সামনে ব্যর্থ বলে মনে হচ্ছে।

শাড়ি পরে মায়ের নাচ হয়েছে ভাইরাল

ভাইরাল ভিডিওতে ওই মহিলাকে একটি হলুদ রঙের শাড়ি পরে নাচতে দেখা যায়। ভিকি কৌশলও তার এই নাচ দেখে অবশ্যই মুগ্ধ হবেন। তার দুই শিশুও তার সাথে নাচতে চাইছে কিন্তু তার নাচের স্টেপের সামনে সবাই ব্যর্থ। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন মানুষ। ভক্তদের প্রশংসা থামছে না।

ভাইরাল ভিডিওর সাথেই একগুচ্ছ কমেন্ট

ভাইরাল হওয়া এই ভিডিওতে মন্তব্য করা থেকে মানুষ নিজেকে আটকাতে পারছে না। এক ব্যবহারকারী লিখেছেন- শাড়িতে যেনো তিনি একেবারেই ভিকি কৌশল। আরেকজন লিখেছেন- ভিকিকে সরিয়ে এই মহিলাকে কাস্ট করুন। একজন লিখেছেন- আশ্চর্যজনক…এই মহিলা এই নাচের সঠিক কোডটি ক্র্যাক করেছেন। ১ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। প্রতিদিনই এই ভিডিওটির ভিউ বাড়ছে। সবাই প্রতিদিন এই নাচের প্রশংসা করছেন। ভিডিওটি এক্স প্লাটফর্মে একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

About Author