চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি ছবির সূত্র ধরে নয় সূরাজের সাথে নিজের রোমান্টিক কিছু ছবির সূত্র ধরেই চর্চায় অভিনীত।
বিয়ের পর সূরাজের প্রথম জন্মদিনে একান্তে সমুদ্রের মাঝেই সময় কাটালেন তারা। বোর্টের মধ্যেই ওয়াইনের গ্লাস হাতে হল সেলিব্রেশন। সমুদ্রকে সাক্ষী রেখেই তারা তুলেছেন একাধিক রোমান্টিক ছবি, তার ঝলক মিলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ছবিতে তাদের চুম্বন করতে দেখা গিয়েছে একে অপরকে। রীতিমতো লিপলকে মগ্ন হয়েছিলেন তারা, তার ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়াতেই। দুজনেই সাদা পোশাকে সেজে উঠেছিলেন এদিন। সম্প্রতি সূরাজের জন্মদিনে তাদের একগুচ্ছ ছবি নজর কেড়েছে সকল নেটজনতার।
সম্প্রতি এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ভালোবাসায় ভরা ক্যাপশন লিখে সূরাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মৌনি রায়। তাদের এই ছবি পছন্দ হয়েছে অনুরাগীদেরও। তারকা থেকে সাধারণ সকলেই কমেন্টবক্সে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাবার্তা। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত শুভেচ্ছাবার্তা চোখে পড়বে। আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এনারা ছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় অগণিত সিনেমাপ্রেমীরা।