Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mouni Roy: শার্টের সব বোতাম খুলে ক্যামেরার সামনে এলেন মৌনি, ইন্টারনেট তোলপাড়

Updated :  Thursday, December 22, 2022 7:08 PM

চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে বেশ কয়েকমাস ধরেই নেটদুনিয়ায় চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরে চর্চায় রয়েছেন। রইল ঝলক।

সম্প্রতি মৌনি রায় নিজের যে বোল্ড লুকের সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন, সেটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই ছবি দেখেই বোঝা গিয়েছে তিনি কোন সাহসী ফটোশুটে অংশ নিয়েছিলেন। নিঃসন্দেহে অভিনেত্রীর সেই ছবি গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছে। পাশাপাশি ঘুম উড়িয়েছেন ভক্তদেরও।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে ব্লু রিপড ডেনিম ও খাঁকি রঙের শার্টে দেখা গিয়েছে। একেবারে অগোছালো লুকে শার্টের বোতাম খুলেই পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। তার শরীরী হাবে ভাবে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। নুড মেকাপেই এদিন নিজের সাজ পূরণ করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় চিত্রগ্রাহক ভারত রাওয়াইল অভিনেত্রীর এই ছবিটি তুলেছেন, তা অবশ্য উল্লেখ করেছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য, মৌনি রায়ের এই মেসি লুক ঝড় তুলেছে তার ভক্তমহলের একাংশের মনে। তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটদুনিয়ার। অনুরাগীদের মুগ্ধতার ঝলক অবশ্য শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।