মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটা দারুন সুখবর। এবারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন, এবার মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় চার শতাংশ বৃদ্ধি পাবে। এরপরে উপকৃত হবেন রাজ্যের সাড়ে সাত লক্ষ কর্মচারী।
শুক্রবার শিহর জেলার ভৈরুন্দা তহসিলের গিলৌর গ্রামের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা বলেছেন। কর্মচারীরা কবে নাগাদ এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পেতে শুরু করবেন সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান। মুখ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মধ্যে ৪ শতাংশের পার্থক্য বর্তমান। এই পার্থক্য খুব শীঘ্রই বিলুপ্ত করা হবে। বর্তমানে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন স্কেলের অধীনে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী চৌহানের এই ঘোষনার পর মহার্ঘ ভাতা বেড়ে হবে ৪২ শতাংশ।
মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির পর রাজ্য সরকারের উপরে বার্ষিক ১০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান এবং সহকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী চৌহান। তবে ১ জানুয়ারি ২০২৩ থেকে মহার্ঘ ভাতা দেওয়া শুরু হলেও, কবে থেকে এই মহার্ঘ ভাতা অ্যাকাউন্টে আসতে শুরু করবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানাননি মুখ্যমন্ত্রী।