মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তি, অবিলম্বে স্ট্যাটাস চেক করুন এভাবে
চলতি বছরের ৪-ঠা অক্টোবর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটা ক্লিকেই ১ কোটি ৩১ লাখ বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। প্রতিমাসে এমপি লাডলি বাহান যোজনার অধীনে থাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে জমা হয় ১,২৫০ টাকা। পরবর্তীকালে এটি বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে বলেই জানানো হয়েছে।
চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ১ কোটি ৩১ লাখ মানুষের অ্যাকাউন্টে মোট ১,৫৯৭ কোটি টাকা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। এই যোজনার গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা মাসের ১০ তারিখের মধ্যেই স্থানান্তর করে দেওয়া হয়। পাশাপাশি যদি কিস্তির অবস্থা দেখার প্রয়োজন হয় তবে cmladlibahna.mp.gov.in -এই ওয়েবসাইটে গিয়েই তা দেখতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট স্টেটাস দেখতে হবে। আধার নম্বর ও ক্যাপচা কোর্ডের মাধ্যমেই এই টাকার স্টেটাস দেখা যাবে।
আবেদন করার পদ্ধতি-
এই যোজনায় আবেদন করার ক্ষেত্রে আবশ্যিকভাবে নির্দিষ্ট মহিলাকে মধ্যপ্রদেশেরই বাসিন্দা হতে হবে। বিবাহিতদের পাশাপাশি বিধবা কিংবা স্বামীর সাথে বিচ্ছেদ নিয়ে নেওয়া মহিলারা এই যোজনায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন অর্থাৎ এই যোজনার জন্য আবেদন করতে পারেন। এই যোজনায় আবেদন করার ক্ষেত্রে আধার নম্বর, প্যান নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। পরে সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই এই যোজনার অন্তর্ভুক্ত করা হবে আবেদনকারী মহিলাকে।