Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sreelekha Mitra: বয়স নিয়ে ট্রোলিং এর মোক্ষম জবাব, পাকা চুলের ছবি দিলেন শ্রীলেখা

Updated :  Monday, November 8, 2021 8:50 AM

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটা সেলফি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। নো ফিল্টারে বড্ডো বিশ্বাসী তিনি বরাবরই। তাই মেকআপ ছাড়া ঘরের পোশাকেও প্রায়শই সেলফি পোস্ট করে থাকেন। এবারেও তাই দিলেন সাথে এবার ছিল তাঁর পাকা চুল। আর এই ছবি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন শুধু চুল না, পাকছে তাঁর বুদ্ধিও। তাই তো এদিন সকল ট্রোলারদের জন্য বিশেষ বার্তা শেয়ার করলেন

রবিবার সোশ্যাল মিডিয়াতে নিজের একটি মিষ্টি ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘আমার মাথার সাদা অংশ (আমার পাকা চুল) হ্যাঁ আমার বয়স বাড়ছে আপনাদেরই মতো। আর সাথে বুদ্ধিও বাড়ছে। বেড়েছে ধৈর্য, পেয়েছি প্রশংসাও। তবে বন্ধু কমেছে, শত্রু বানিয়েছি আর কিছু অর্থ উপার্জন করেছি। সুতরাং আমাকে ‘বয়স নিয়ে কটাক্ষ’ করার আগে আমার একটু প্রশংসা করুন। আর নিজেকে জিজ্ঞেস করুন কেন আমায় নিয়ে এত পাগল আপনারা? বাজারে থুরি রাজ্যে কি রাজকন্যে কম পড়েছে?’ অনেকে এই ছবি দেখে হাসাহাসি করলেও অনেকে প্রশংসা করেছেন। এর আগেও শ্রীলেখাকে ‘বুড়ি’, ‘থলথলে বউদি’, ‘কম-রেট’র মতো নানা কটুক্তি শুনতে হয়েছে৷ কোনোদিন চুপ না থেকে যথাযথ উত্তর দিয়েছেন। এবারেও নিজের বয়স নিয়ে হাসি মুখে জবাব দিলেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।