Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আম্বানি পরিবারের ওপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়, চোখের জল ফেলছেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি, এই কারণ

Updated :  Monday, July 10, 2023 2:30 PM

ভারতের সফল বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি। টেলিকম দুনিয়ায় তার নাম রয়েছে তালিকার উপরেই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকতে দেখা যায় গোটা আম্বানি পরিবারকে। সম্প্রতি আবারো মিডিয়ার পাতায় নজর কেড়েছেন গোটা আম্বানি পরিবার। তবে এবার নিজেদের সাফল্যের সূত্র ধরে নয়। সম্প্রতি জানা গিয়েছে, আম্বানি পরিবার লোকসানের সম্মুখীন হয়েছেন। এমনকি কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তাদের সামনে।

মিডিয়ার সূত্রেই খবর এসেছে, অনিল আম্বানি দেউলিয়া হতে বসেছিলেন। আর সেই দেউলিয়া হওয়া থেকে বাঁচতেই রিলায়েন্সের বেশ কিছু বড় শেয়ার বিক্রি করতে বাধ্য হচ্ছেন মুকেশ আম্বানি। অন্যতম বড় ব্যবসায়ীক ইন্ডাস্ট্রি হিন্দুজা ব্রাদার্সের কাছেই আম্বানি গ্রুপ বিক্রি করতে চলেছেন রিলায়েন্সের বেশ কিছু শেয়ার। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করেই বেশ বড় ধাক্কা পেয়েছেন আম্বানি গ্রুপ।

আম্বানি পরিবারের ওপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়, চোখের জল ফেলছেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি, এই কারণ

এই মুহূর্তে অনিল আম্বানির জন্য কোটি টাকার লোকশানের সম্মুখীন রিলায়েন্স। এর আগেও তার জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এবার লোকসানের পরিমাণ যে বেশ কিছুটা বেশি সেকথা স্পষ্ট। মুকেশ আম্বানি সবসময়ই সমস্ত ব্যবসায়িক ইন্ডাস্ট্রিকে নিজেদের নীচে রাখার চেষ্টা করেছেন। রাজত্ব করতে চেয়েছেন একাই। তবে কিছুটা হলেও আম্বানিদের হিন্দুজা ব্রাদার্সের সামনে মাথা নিচু করতে হচ্ছে বৈকি। তাদের কাছে আম্বানি গ্রুপ প্রায় ৯৪ কোটির কিংবা তার বেশি শেয়ার বিক্রি করছেন। বলাই বাহুল্য, এই টাকার পরিমান শুনেই চোখ কপালে অধিকাংশের। সবমিলিয়ে বলাই চলে, আম্বানি গ্রুপ এখন অনিল আম্বানির জন্যই লোকশানের সম্মুখীন হয়েছে। তুমুল চর্চিত হচ্ছে মিডিয়াতেও।