রাজীব ঘোষ: অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে আগে গ্রেফতার করা উচিত।এই মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়।বিধাননগরের প্রাক্তন মেয়র ও বিধায়ক সব্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধন করতে এসে এই কথা বলেন মুকুল রায়।সব্যসাচী দত্তের গনেশ পুজোর অনুষ্ঠানে বিজেপি নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ,মুকুল রায়, অরবিন্দ মেনন সহ অন্যান্য বিজেপি নেতারা সব্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেখানে বিজেপি নেতা মুকুল রায় বলেন, সব্যসাচী দত্ত এমন একজন ব্যক্তি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছেন।তার গনেশ পুজোর উদ্বোধনে বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় সব্যসাচীর বিরুদ্ধে হয়তো মিথ্যা মামলা দেওয়া হবে।কিন্তু তাতে কিছুই করা যাবে না।তখন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বলেন, আমি সারদা-নারদার টাকায় পুজো করি না।তাই আমার এব্যাপারে কোনো চিন্তা করি না।
সব্যসাচী দত্তের গনেশ পুজোর মন্ডপের চূড়ায় প্রস্ফুটিত পদ্মের অনুকরণে তৈরী করা হয়েছে।শুধু তাই নয়, সব্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হতে থাকে।বিজেপি নেতারা সকলেই তার এই গনেশ পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।ফলে আরও একবার সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।