রাজীব ঘোষ: রাজ্য রাজনীতিতে তাকে বিজেপির চানক্য বলেন অনেকে।রাজ্য বিজেপিতে তার হাত ধরে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বহু বিধায়ক, সাংসদ, কাউন্সিলর সহ অন্যান্য নেতাকর্মীরা যোগদান করেছেন।এই কারণে কখনও দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।তিনি একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ছিলেন।সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন।এবার তিনি বিজেপির ড্যামেজ কন্ট্রোল করার ভূমিকায়।তিনি বিজেপি নেতা মুকুল রায়।
সোমবার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গনেশ পুজো উদ্বোধন করে দিল্লী চলে যান।সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক অবস্থা সম্বন্ধে বোঝানোর জন্য মুকুল রায় দিল্লী গিয়েছেন বলে সূত্রের খবর। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শোভন ও বৈশাখীকে কেন্দ্র করে সমস্যা তৈরী হয়েছে।
তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে শোভন ও বৈশাখীর আপত্তি সহ আরো একাধিক বিষয়ে তারা ক্ষুব্ধ।তাই তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য রাজ্য বিজেপি নেতা মুকুল রায় দিল্লী পৌঁছেছেন।বিভিন্ন ইস্যুতে শোভন-বৈশাখীর সঙ্গে দলের মতবিরোধ তৈরী হয়েছে।ফলে শোভন বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন।তাই মুকুল রায় তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারেন।এছাড়াও রাজ্য বিজেপি নেতা মুকুল রায় প্রয়াত অরুণ জেটলির স্মরণ সভায় অংশগ্রহণ করবেন।