মমতার সঙ্গে জ্ঞানবন্ত ও মনোজ ভার্মা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, অভিযোগ মুকুল রায়ের

রাজীব ঘোষ: ব‍্যারাকপুরে রবিবার বিজেপির পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।উত্তেজিত জনতাকে দেখে একসময় পুলিশ কর্মীরা কমিশনারকে একা রেখেই পালাতে…

Avatar

রাজীব ঘোষ: ব‍্যারাকপুরে রবিবার বিজেপির পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।উত্তেজিত জনতাকে দেখে একসময় পুলিশ কর্মীরা কমিশনারকে একা রেখেই পালাতে শুরু করে।জনতার তাড়ায় পুলিশ কমিশনার মুখ থুবড়ে মাটিতে পড়ে যান।কোনোরকমে উঠে অন্য এক পুলিশকর্মীর কাছে থেকে বন্দুক নিয়ে শূন্যে গুলি চালান মনোজ ভার্মা।এই বিষয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা র‍্যাফের পোশাক পরে শূন্যে দুইবার গুলি চালিয়েছেন।কেন তিনি পুলিশের পোশাকে ছিলেন না?মুকুল রায় আরও বলেন, একসময় হার্মাদদের সাহায্য করেছেন মনোজ ভার্মা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন তার আতাত রয়েছে বলে জানান তিনি।এদিন মুকুল রায় এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।তিনি বলেন, হাইকোর্ট জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে ব‍্যবস্হা নিতে বলেছিল।মুকুল রায় রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর বিক্ষোভের ছবি দেখিয়ে বলেন, কলকাতার ধরনায় মমতার পাশে বিধাননগর থেকে এসে বসে আছেন জ্ঞানবন্ত সিং।জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো হয়েছে।এবার রাজ‍্যপাল এবং স্বরাষ্ট্রসচিবকে জানানো হবে।মুকুল রায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়,এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে চক্রান্তে জড়িত থাকার অভিযোগকরেছেন।