তৃণমূলে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল, পেলেন রাজ্য পুলিশের নিরাপত্তা
সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং ব্যক্তিগত স্তরে মুকুল রায়কে আক্রমণ করলেও মুকুলের এই দলত্যাগ বিজেপির ক্ষেত্রে অনেক বড় ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষকরা
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। জানা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সময় থেকেই তাকে নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষস্থানীয় হেভিওয়েট একজন নেতা হঠাৎ করে তৃণমূলে চলে যাওয়ায় সেটা বিজেপির কাছে একটা বড় ধাক্কা হয়ে উঠেছে। এছাড়াও, রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে কোন পদ দেওয়া হবে সেটা নিয়েও বিতর্ক রয়েছে।
যদি আজকে সকালেই তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। তাকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের একটি বাহিনী উপস্থিত হয়েছে ইতিমধ্যেই।তবে হয়তো এখনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নির্দেশিকা আসেনি তাই এখনো পর্যন্ত কাঁচরাপাড়ার বাড়ি থেকে কেন্দ্রীয় নিরাপত্তা সরেনি। এখনও দেখা যাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একজন যাওয়ান তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও, তার কনভয় যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন দেখা গেছে আলাদা আলাদা গাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একটি বাহিনী তাকে নিরাপত্তা দিতে গেছে।
আপনারা সকলেই জানেন মুকুল রায়ের স্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। চেন্নাই থেকে বিশিষ্ট ডাক্তাররা এদিন এসেছেন মুকুল রায়ের স্ত্রী কে দেখার জন্য। এই কারণে তিনি ও বেশ চিন্তিত। বর্তমানে মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে রয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায়।
অন্যদিকে গতকালই দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টি মুকুল রায়ের দলত্যাগ নিয়ে সরাসরি কোনো খারাপ মন্তব্য করেননি। বরং বিজেপি নেতাদের দেখা গেছে, মুকুলকে সমীহ করেই মন্তব্য করতে। অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছিলেন বটে কিন্তু সর্বভারতীয় স্তরে মুকুল রায়কে নিয়ে তেমন ভাবে আক্রমণ করতে শোনা যায়নি বিজেপি রাজ্য নেতাদের। বিজেপির এখন বর্তমান দাবি তিনি কৃষ্ণনগর উত্তর আসনের বিধায়ক পদ ছাড়ুন। আগে মুকুল রায় ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের দীনেশ ত্রিবেদী এবং মানস ভুঁইয়ার আসন দুটি ফাঁকা রয়েছে। এই দুটি আসনের মধ্যে কোন একটিতে কি আবার ফিরতে চলেছেন মুকুল? থাকছে জল্পনা।