Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘এখনই বাংলায় চাই রাষ্ট্রপতির শাসন’, বক্তব্য মুকুলের, ‘গণহত্যার চক্রান্ত ছিল’, দাবি দিলীপের

Updated :  Thursday, December 10, 2020 11:15 PM

বাংলায় আইনের শাসন নেই। আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলায় এখনই প্রয়োজন রাষ্ট্রপতির শাসন। ডায়মন্ড হারবারে হামলার ঘটনার পর এমন কথাই শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল ঘোষের মুখে। এইদিন ডায়মন্ড হারবারে যাওয়ার পথে ইটের ঘায়ে মুকুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, গণহত্যার চক্রান্ত ছিল। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এটা একটা কালো দিন।

বৃহস্পতিবার যখন নড্ডা ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, তখন হামলার মুখে পড়ে তার কনভয়। তৃণমূলের দিকে গেরুয়া শিবির থেকে তোলা হয়েছে অভিযোগের আঙুল। এইদিন এই বিষয়ে মুকুল রায় বলেন,”বাংলায় কোনও আইনের শাসন নেই। নাম মাত্র সরকার আছে। সারা বাংলায় জঙ্গলের রাজত্ব। কিছু বলার নেই নতুন করে। এখনই রাজ্যে দরকার রাষ্ট্রপতির শাসন জারি করা।”

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষায়,”গণহত্যার চক্রান্ত ছিল। যেভাবে কর্মীদের তথা দুষ্কৃতীদের টিএমসি রাস্তায় রাস্তায় জমায়েত করে ইট লাঠি দিয়ে আক্রমণ করেছে, তা খুবই উদ্বেগজনক। পাকিস্তান, আফগানিস্তানেও এরম হয়না। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন নেতা। হাসপাতালে ভর্তি প্রায় ৮জন লোক। ৫০ টি বাইক লুঠ করা হয়েছে। ভারতীয় রাজনীতির কালো দিন আজ। সেই বাইক কীভাবে উদ্ধার হবেনা, আমরা কিছুই জানিনা। বিদায় নিতে হবে তৃণমূল সরকারকে।”

মানুষের স্বতঃফূর্ত ক্ষোভের প্রকাশ ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের কথার উত্তরে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য,”মুকুল রায়ের বক্তব্যের গুরুত্ব নেই। জনপ্রতিনিধি নন তিনি। বিজেপিতে গিয়ে উগ্রতা দেখানোর চেষ্টা করেছেন। বাধা দেওয়ার কর্মসূচি ছিল আমাদের দলের। সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে সেটা অন্য কথা।”