দিলীপ ঘোষের পর ‘গোলি মারো’ স্লোগান সমর্থন মুকুল রায়ের

ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সভার কাছে ‘গোলি মারো’ স্লোগান ঘিরে তরজা তুঙ্গে।তবে এর মধ্যেই এই স্লোগানকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তার মতে এতে অন্যায়ের কিছুই নেই। এবার সেই পথেই হাঁটলেন মুকুল রায়। ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন করে তিনি বলেন যে, “গোলি মারো স্লোগানের আগেও কয়েকটি শব্দ রয়েছে।বলা হয়েছে দেশ কি দুশমন কো গোলি মারো।কিন্তু এই শব্দগুলি বাদ দিয়ে প্রচার করছে বিরোধীরা।”

এর আগে ‘গোলি মারো’ স্লোগান সমর্থন করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন সরকারের সম্পত্তি নষ্ট করলে গুলি চলবেই। তবে এই স্লোগান দল কখনই সমর্থন করে না বলেই জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা ঢাকতে করোনা ভাইরাসের গুজব ছড়াচ্ছে বিজেপি’, দাবী মমতার

অন্যদিকে শহরে ‘গোলি মারো’ স্লোগান দিয়ে বুধবারই গ্রেপ্তার হয়েছে এক বিজেপি কর্মী। নাম প্রশান্ত সরকার যিনি সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে ল রবিবার কলকাতায় একটি মিছিলে তাকে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় সিসিটিভিতে। এরপর খোঁজ চালিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।এই স্লোগান তোলায় ৩ বিজেপি কর্মীর গ্রেপ্তারির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গুলি তো চালায়নি।”

এরপর মুকুল রায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, “আগে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে কী হচ্ছে সেই দিকে নজর দিন। তারপর না হয় অন্য রাজ্যে দেখতে যাবেন। পশ্চিমবঙ্গেও যে হিংসা হয়েছে, রেললাইন উপরে ফেলা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে তার ব্যাখ্যা আগে দিন আপনি।”