Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘তিন আসনেই জিতবে বিজেপি’ অমিত শাহকে বললেন মুকুল রায়

Updated :  Wednesday, November 27, 2019 2:26 PM

অরূপ মাহাত: গত ২৫ নভেম্বর বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের তিন জেলার তিন কেন্দ্রে। আগামীকাল জানা যাবে তার ফল। শাসকদল তার কর্তৃত্ব বজায় রাখতে পারবে নাকি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপি ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিয়ে যাবে কোন সংকেত? নাকি সবাইকে চমকে দিয়ে উঠে আসবে বাম কংগ্রেস জোট! জানা যাবে আগামীকাল।

তবে তার আগে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিজেপির রাজ্য নেতা মুকুল রায়ের গলায়। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা।’ মুকুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ইভিএমে ষড়যন্ত্রের তত্ত্ব আনেন।

প্রসঙ্গত, করিমপুর ও খড়গপুর সদরের তৃণমূল ও বিজেপি বিধায়ক লোকসভা ভোটে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় এই দুটি ফাঁকা হয়। অন্যদিকে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়কের প্রয়াণে এই কেন্দ্র উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। গত লোকসভা ভোটের নিরিখে করিমগঞ্জে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেলেও খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরাই। তবে সাধারণভাবে প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে যাওয়া উপনির্বাচনের রায় কোনদিকে যাবে তা জানা যাবে আগামীকালই।