রাজীব ঘোষ: বিজেপি নেতা মুকুল রায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানিয়েছেন।মুকুল রায় সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত।তাকে বিজেপির দলীয় নিয়ম মেনে আসতে হবে।বিজেপি নেতা মুকুল রায় আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন পার্টির নীতি, আদর্শ মেনে আমি ভারতীয় জনতা পার্টি করবো।তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সমর্থন করবে।এরপর মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপির দলীয় নিয়ম,আদর্শ, নীতি মেনে দলে যদি যোগদান করতে চান, তবে তাকে স্বাগত জানানো হবে।কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে বিজেপির লড়াই যার বিরুদ্ধে, তাকেই দলে আমন্ত্রণ?রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, কেন মুকুল রায় এই কথা বললেন?
তার কথায় কী অন্য কোনো ঈঙ্গিত রয়েছে?রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।যখন মুকুল রায় বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর কথা বলছেন, তখন বিধানসভার ভিতরে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুকুল রায় আরও বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার কদিন থাকে?দেখুন, মন্ত্রীরা কী বলছেন?খোঁজ নিন।বিজেপি নেতা মুকুল রায় এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক,মন্ত্রী তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।
তাই কতদিন এই সরকার টেকে সেটাই এখন দেখার বিষয়।তবে যারা বিজেপিতে আসতে চান,তাদেরকে স্বাগত।কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হঠাৎ হাজির হয়েছিলেন।সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক দিন পরে দেখা হল।তাই কুশল বিনিময় করলাম।তবে পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কিছু বলেন নি।তবে রাজ্য বিধানসভায় গিয়ে বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়ার বিষয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।