Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খুনের মামলায় চার্জশিটে মুকুল রায়ের নাম, জল্পনা রাজনৈতিক মহলে

Updated :  Sunday, December 8, 2019 2:48 PM

২০১০ সালে বীরভূমের লাভপুরের তিন সিপিএম কর্মী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনায় জড়িত থাকার জন্যে চার্জশিটে নাম আছে একসময়ের তৃণমূল নেতা মনিরুল ইসলাম সহ বিজেপি নেতা মুকুল রায়ের। বোলপুর আদালতে পেশ হয় এই চার্জশিট। ২০১০ সালের ৪ই জুন বীরভূমের লাভপুরে পিটিয়ে মারা হয় তিন ভাই কুটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে।

ঘটনায় নাম জড়ায় তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মনিরুল শেখের। পরে মনিরুল শেখকে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করা হলে তিনি তৃণমূলে যোগ দেন। এরপরই লাভপুরের ওই ঘটনায় ৫২ জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। মৃতদের দাদা মনিরুল ইসলামের নামে অভিযোগও দায়ের করে। কিন্তু সেই অভিযোগ মনিরুল বাহিনীর দাপটে তুলেও নেয়। কিন্তু মৃত তিন ভাইয়ের মা এরপর মামলা করেন, সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

গত ৪ই ডিসেম্বর জমা পড়েছে এই নতুন চার্জশিট, আর তাতেই নাম আছে মনিরুল সহ মুকুল রায়ের। কিন্তু কোন সূত্রে লাভপুর কাণ্ডে চার্জশিটে মুকুল রায়ের নাম আছে তা বলতে পারেনি বীরভূমের পুলিশ সুপার। চার্জশিটে মুকুল রায়ের নাম থাকা প্রসঙ্গে বিজেপি নেতারা বলছেন, যতদিন মনিরুল, মুকুল রায়রা তৃণমূলে ছিল ততদিন তাদের নাম চার্জশিটে ছিলনা, এখন তারা বিজেপিতে আসতেই চার্জশিটে তাদের নাম। এটাই তৃণমূলের চরিত্র বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি নেতারা।