করোনা সংক্রমণ রুখতে মুম্বই পুলিশের নতুন সিদ্ধান্ত। দেশের লকডাউন যতদিন থাকবে, ততদিন ৫৫ বছরের উপরে পুলিশকর্মীরা কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। মুম্বইয়ের ৯৪ টি থানাকে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংহ। মুম্বই পুলিশের ৩জন কর্মী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আর ও ৫৫ জন আক্রান্ত হয়েছেন।
তাই নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যাদের বয়স ৫০-র বেশি, এবং উচ্চচাপ, ডায়াবেটিস ও অন্যান্য কঠিন রোগে ভুগছেন তাদের ছুটিতে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মানুষেরা ঠিক মতো লকডাউন পালন করছেন কিনা তা দেখার জন্য নজরদারি চালানোর জন্য বহু পুলিশকর্মী সারা দেশে দিনরাত মানুষের সেবা করছেন। মানুষের সুবিধা-অসুবিধাতে সাহায্য করছেন। মুম্বইতে এরকম প্রচুর পুলিশকর্মী কাজে নিযুক্ত রয়েছেন, যাদের ৫৫ বছরের উপরে বয়স। তাদের যাতে সমস্যা না হয় তাই মুম্বই পুলিশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বই পুলিশের পক্ষ থেকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে যাদের ৫০-র বেশি বয়স তাদের করোনাতে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, তাই তাদেরকে আগামী ৩ তারিখ পর্যন্ত কাজে যোগ দেওয়াটা তাদের নিজেদের ইচ্ছের উপর করতে বলা হয়েছে। তিনি আরও বলেন যে যাদের ৫৫-র বেশি বয়স তাদের ফিল্ড ডিউটি করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৮০০০-র বেশি।