Viral Video: মুম্বাই রেল স্টেশনে বিপজ্জনক স্টান্ট করে ভাইরাল এই যুবক, গ্রেফতারের নির্দেশ দিল পুলিশ
সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে সম্প্রতি এই বিষয়ে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে
মহারাষ্ট্রের মুম্বাইয়ের সেউরি রেলওয়ে স্টেশনের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত লোকাল ট্রেনে ওঠার সময় একজন যুবক অদ্ভুত রকম কিছু স্টান্ট করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে প্রটেকশন ফোর্সকে মামলা নথিভুক্ত করে ওই ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের তরফ থেকে। এরপর এই অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।
এই ধরনের বিপদজনক কাজের পরিণতি হতে পারে মারাত্মক
সেন্ট্রাল রেলওয়ে জনগণকে এই ধরনের অনিরাপদ কাজগুলি এড়ানোর উপদেশ দিচ্ছে। এটা কিন্তু তাদের জীবন এবং অন্যান্য যাত্রীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। একটি নতুন নিয়ম ও নির্দেশিকা জারি করে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, যারা এই ধরনের স্টান্ট করছে এবং যারা এই সমস্ত কাজ করে ভিডিও তৈরি করছে তারা কিন্তু একদিকে যেমন নিজেদের জীবন বিপদে ফেলছে, তেমনি কিন্তু অন্যান্য যাত্রীদের জীবন বিপদে ফেলে দিচ্ছে।
কি বলছে ভারতীয় রেলওয়ে?
যাত্রীদের নিরাপত্তা ভারতীয় রেলের সর্বাধিক অগ্রাধিকার। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। সেই সাথেই রেলওয়ে স্টেশনে স্টান্ট করার বিষয়টি নিয়ে সাধারণ মানুষ এবং যাত্রীদের অবিলম্বে রেলওয়েকে অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Attn : @RailMinIndia @drmmumbaicr @grpmumbai @RPFCR @Central_Railway @cpgrpmumbai
Such Idiots performing Stunts on speeding #MumbaiLocal trains are a Nuisance just like the Dancers inside the trains.
Should be behind Bars.
Loc: Sewri Station.#Stuntmen pic.twitter.com/ZWcC71J44z
— मुंबई Matters™ (@mumbaimatterz) July 14, 2024