Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বজরঙ্গি ভাইজান’-র মুন্নি আর ছোট নেই, ১৫ বছর বয়সেই তাঁকে অপ্সরার মত দেখতে (SEE PHOTOS)

Updated :  Saturday, March 18, 2023 7:47 AM

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আট থেকে আশি সকলেই বিচরণ করে থাকেন। আবার বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে কোন সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। মাঝে মাঝে বিভিন্ন ফটোশুটের ছবি বা রিল ভিডিও পোস্ট করেন অনেক তারকা। তাই তো ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা মেলে তারকাদের সব মিষ্টি সুন্দর ছবি।

বলিউড দুনিয়াতে অভিনয় দক্ষতার জোরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাল্লু ভাই। পুরনো হিন্দি সিনেমা হোক কি নতুন হিন্দি সিনেমা সবেতেই বাজিমাত করেন তিনি। সম্প্রতি কিছু বছর আগে বলিউডে রিলিজ করেছিল বজরঙ্গি ভাইজান যা সিংহভাগ মানুষের বেশ পছন্দ হয়েছিল। সাল্লু ভাইয়ের সিনেমা আবার হিট হবে না, এমন কি হয়। তবে আপনাদের জানিয়ে রাখি এই বজরঙ্গি ভাইজান সিনেমাতে ভাইজানের পাশাপাশি অসম্ভব সুন্দর অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হার্শিতা মালহোত্রা। মুন্নি চরিত্রে তার অভিনয় এখনও অবধি দেখলে মন ভাল হয়ে যায়।

হার্শিতা মালহোত্রা এখন আর ছোট নেই। তাকে দেখতে বর্তমানে অপরূপ সুন্দরী হয়ে গেছে। সে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন রিল ভিডিও পোস্ট করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই হার্শিতা মালহোত্রার কিছু ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যাতে তাঁকে খুবই কিউট লাগছে। ৮ বছরের সেই মুন্নির বয়স এখন ১৫ বছর। সে তারকা হলেও তাঁর বিনয়ী চরিত্র মন জয় করে সকলের।