ভোটের আগেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এই কংগ্রেস প্রার্থী

এবারে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী শেখ রেজাউল হক। প্রথমে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে সরাসরি রেফার করা হয় কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে। যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাকে সেই সময় ইনকিউবেটর অর্থাৎ ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তিনি করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ নিয়ে এসেছিলেন এবং এই কারণে তাকে পুনরায় পরীক্ষা করা হয়নি সরাসরি থেকে ভর্তি করে নেওয়া হয়েছিল হাসপাতালে আইসিইউতে। সারারাত এপোলো হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা করেন তাকে সুস্থ করে তোলার। কিন্তু ডাক্তারদের সমস্ত চেষ্টা বৃথা করে দিয়ে আজকে ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয় হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা হয়তো আজকে হাসপাতলে আসতে পারেন এবং শেখ রেজাউল হকের পরিবারের মানুষদের সাথে কথা বলতে পারে। আগামী ২৬ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভায়। তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও সেখানকার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর। ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে।

মৃতদেহ সৎকারের জন্য উপযুক্ত প্রটোকল মেনে চলা হবে। মৃতদেহ কিন্তু পরিবারের হাতে দেওয়া হবে না বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার যে টিম রয়েছে তারা উপযুক্ত পরিকাঠামো তৈরি করে রেজাউল বাবুর মৃতদেহের সৎকার করবে।