আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরে নিজের গান এবং নাচের মাধ্যমে হরিয়ানার ডান্সিং কুইন স্বপ্না চৌধুরী কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মূলত, তার গান এবং সাহসী ডান্সের জন্য কোটি কোটি ভক্ত রয়েছে সারা ভারতে। হরিয়ানার নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্নার স্টেজ-শো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। যারা স্বপ্না চৌধুরীর পাগল করা নৃত্য উপভোগ করেন এবং উষ্ণতা অনুভব করেন।
তবে এবার সেই হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে একক আধিপত্য শেষ হতে চলেছে স্বপ্না চৌধুরীর। বিগত এক দশকেরও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া একচ্ছত্র ভাবে দখল করে ছিলেন এই নৃত্য শিল্পী। তবে এবার সুনিতা বেবির পাশাপাশি স্বপ্না চৌধুরীর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে সামনে এসেছেন মুসকান বেবী। যার ডান্সের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার আলোচনায় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। খোলা স্টেজে যার চরম সাহসিকতা দেখে প্রতিনিয়ত ঘামছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা।
স্বপ্না চৌধুরীর পরে যিনি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি হলেন মুসকান বেবী। যিনি তার জিরো ফিগার এবং হটনেসের কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। উল্লেখ্য, খোলা স্টেজে তার একের পর এক সাহসী স্টেপ তরুণদের বুকে তীর বিদ্ধ করেছেন। যার সাহসী পারফরমেন্স দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান। এমনকি তার ওপর টাকার বৃষ্টি করেন অনেকেই।
বর্তমানে জনপ্রিয় এই হরিয়ানভি নৃত্যশিল্পীর একটি নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গায়ক কমলজিৎ নিরুর খুব বিখ্যাত এবং সুপারহিট গান তথা ‘সিটি তে সিটি’-তে পারফর্ম করছেন মুসকান বেবী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্ল্যাক টাইট স্যুটে নিজের শরীরের প্রত্যেকটি নরম অংশ ঝাঁকিয়ে ডান্স করছেন তিনি। যা উপস্থিত বৃদ্ধদেরও শিস দিতে বাধ্য করছে। এই বেলা দেখুন ভাইরাল ভিডিও-














Melissa McCarthy Debuts Dramatic Transformation During Sixth ‘SNL’ Hosting Gig