Muskan Baby: টাইট সুবজ কুর্তি পরে মঞ্চ কাঁপালেন মুসকান বেবি, ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে

বিনোদন জগতের বৃহৎ নাম মুসকান বেবি। বিগত কয়েক বছর ধরে নিজের সাহসী পারফরমেন্সের মাধ্যমে কোটি কোটি ভক্ত তৈরি করেছেন এই নৃত্যশিল্পী। এমনকি খোলার স্টেজে চরম সাহসী স্বপ্না চৌধুরীকে টক্কর দেওয়ার…

Avatar

বিনোদন জগতের বৃহৎ নাম মুসকান বেবি। বিগত কয়েক বছর ধরে নিজের সাহসী পারফরমেন্সের মাধ্যমে কোটি কোটি ভক্ত তৈরি করেছেন এই নৃত্যশিল্পী। এমনকি খোলার স্টেজে চরম সাহসী স্বপ্না চৌধুরীকে টক্কর দেওয়ার মত দুঃসাহসও করেছেন এই নৃত্যশিল্পী। তার নাচের ভিডিওগুলি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই নৃত্য শিল্পীর একটি সংক্ষিপ্ত রিলস ভিডিও রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ইনস্টাগ্রামে। যেটি বর্তমানে ঘাম ঝরাচ্ছে বৃদ্ধদেরও।

তবে ভাইরাল এই ভিডিওটি সম্পর্কে বলার পূর্বে আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছর ধরে বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছেন হরিয়ানার নৃত্য শিল্পীরা। যেখানে এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে বেশিরভাগ মানুষ পছন্দ করেছেন খোলা স্টেজে হরিয়ানার এই সমস্ত নৃত্য শিল্পীদের চরম সাহসিকতা দেখতে। প্রথমে হরিয়ানা এবং রাজস্থানের মত কয়েকটি রাজ্যে এই সমস্ত নৃত্য শিল্পীদের বিচরন থাকলেও আজকের দিনে পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, ঝারখন্ড সহ গোটা পৃথিবীতে রাজত্ব করছেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা।

বর্তমানে মুসকান বেবির যে নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যেখানে এই নৃত্যশিল্পীকে সবুজ রংয়ের টাইট স্যুটে শরীরের নরম অঙ্গ ঝাঁকিয়ে ডান্স করতে দেখা গেছে। কয়েক সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিলার স্টাইলে নিজেকে পরিবেশন করছেন মুসকান বেবি। নাচের পাশাপাশি তার সেক্সি ফিগার বর্তমানে যৌবন ফিরিয়ে দিচ্ছে বৃদ্ধদের। ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া প্রেমীরাও বলছেন, “জাস্ট ওয়াও”। দেখুন মুসকান বেবির সাহসিকতা-