Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Muskan Babu Dance: কুর্তির বোতাম খুলে মঞ্চে এমন ড্যান্স করলেন মুসকান বেবি, দেখে অবাক দর্শকরা

Updated :  Thursday, April 11, 2024 12:26 PM

গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ডিজিটাল যুগ। ভারতের মাটিতেও প্রভাব পড়েছে এই ডিজিটাল প্লাবনের। আজকালকার দিনে আট থেকে আশি প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। এই ডিজিটাল যুগে ব্যাপক পরিবর্তন হয়েছে বিনোদন ইন্ড্রাস্ট্রিতে। রেডিও টিভি প্রায় অবলুপ্ত হয়ে বিনোদন চলে এসেছে আপনার হাতের মুঠোর স্মার্টফোনে। বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও দেখার স্থান হয়েছে ইউটিউব। এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও। আর এই ইউটিউবে বর্তমানে প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন হরিয়ানভি ডান্স ভিডিও।

হরিয়ানভি ডান্সাররা গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে থাকেন। এই সমস্ত স্টেজ শোয়ের ভিডিও প্রায় পাওয়া যায় ইউটিউবে। আপনি যদি এই সমস্ত ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এই হরিয়ানভি ডান্সারের মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছেন স্বপ্না চৌধুরী। আর আজকাল তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছেন আরও কিছু ড্যান্সার। তাদের মধ্যেই একজন হলেন মুসকান বেবি। তাঁর ভিডিও চোখের পলকে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। আজকের এই প্রতিবেদন এমনই এক ভিডিও নিয়ে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে সেক্সী কায়দায় নাচ করতে দেখা গেছে মুসকানকে। মঞ্চে তাঁর সিজলিং হট কায়দা পুরুষদের নিয়ন্ত্রণহীন করে তুলেছে। সে ‘বাস এক কো কুনওয়ারা রাখা‘ গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। তাঁর সিজলিং এক্সপ্রেশন দেখে অবাক হবেন আপনিও। ভাইরাল নাচের ভিডিওটি রাথিওয়াস জাট গুরুগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানের। এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। ভাইরাল ভিডিওটি ASR মিউজিক কোম্পানি নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিও প্রচুর মানুষ দেখেছেন ও তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।