সম্প্রতি অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় এক নতুন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, অযোধ্যা মামলায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণ করা হবে এবং বাবরি মসজিদ তৈরী করার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জায়গা দেওয়া হবে। এই রায়ে মোটেও খুশি নয় সুন্নি ওয়াকফ বোর্ড।
মুসলিম পার্সোনাল ল বোর্ড জানায়, অযোধ্যা মামলায় পূর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। আগামী মাসের মধ্যেই রায় পূর্নবিবেচনার আর্জি দাখিল করা হবে।
সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টের রায়ে কোনোরকম বিরোধিতা করবেনা। এই বিষয়টিকে তারা ক্লোজড চ্যাপ্টার বলে উল্লেখ করেছে তারা। কিন্তু উলেমা-ই-হিন্দ সহ একাধিক মামলাকারী শুরু থেকেই এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এই মামলার পূর্নবিবেচনা করা যায় কিনা সেবিষয়ে আলোচনা করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড।
সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদের বিনিময়ে কোনো জমি তারা নেবে না। মামলাকারীরা পুর্নবিবেচনা করার জন্য আবেদন করতে চান।