Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাবরি মসজিদ ধ্বংসের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে উচ্চ আদালতে যাবে ‘মুসলিম পার্সোনাল ল’

Updated :  Wednesday, September 30, 2020 3:30 PM

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলা রায় আজ, বুধবার ঘোষণা করা হয়েছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল আজ। মূল অভিযুক্ত বত্রিশ জনকে কার্যত বেকুসুর খালাস করে দিয়েছে লখনউ সিবিআই আদালত। ফলে বেকসুর খালাস হয়েছেন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা লালকৃষ্ণ আদভানি মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর সহ আরো হেভিওয়েট নেতারা তবে এই মামলার রায় এতোটুকু সন্তুষ্ট নয় ‘মুসলিম পার্সোনাল ল’। তাই উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা

আজ বেলা ১২.১৯ মিনিট নাগাদ বিচারক রায় পড়তে শুরু করেন। তারপর বেলা ১২.২১ মিনিট নাগাদ প্রথম অংশের রায় পড়ে তিনি জানান, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। অর্থাৎ এতদিন ধরে এই ঘটনাকে যেভাবে একটা বড় ষড়যন্ত্র এবং পূর্বপরিকল্পিত বলা হচ্ছিল, তা কার্যত খারিজ করে দিল লখনউ সিবিআই আদালত। এরপর অবশেষে বেলা ১২.২৪ মিনিট: ৩২ জন মূল অভিযুক্তকে কার্যত বেকুসুর খালাস করার রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণার পরই রাজনৈতিক মহল কার্যত তোলপাড় হয়ে উঠেছে। এমনকি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা। এই মামলার যে রায় দেওয়া হয়েছে, তা পুরোটাই গটআপ, এমনটাই দাবি করছে বিরোধী শিবির। এমন সময় ‘মুসলিম পার্সোনাল ল’-এর উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।