‘মুসলিমদের জন্য ১৫০টি দেশ আর হিন্দুদের মাত্র ১ টি’, CAA সমর্থনে বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মঙ্গলবার নাগরিকত্ব বিলের বিরোধীদের প্রশ্ন করেন, ‘মুসলিমদের থাকার জন্য তো ১৫০টি দেশ রয়েছে এবং হিন্দুদের মাত্র ১ টি, তাহলে এখানে হিন্দুরা থাকলে আপনাদের সমস্যা কেন হচ্ছে?’ তিনি প্রতিবেশী দেশগুলির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কংগ্রেস মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ না করছে না এই অভিযোগ করেছেন।
আহমেদাবাদে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি সভা থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধী বলে গেছেন এই তিনটি দেশের থেকে শরণার্থীরা যখন ভারতে আসবেন তখন তাদের গ্রহণ করে নেওয়া হবে। আমি কংগ্রেসকে জিজ্ঞেস করছি যে তারা গান্ধীজির পথ অনুসরণ করলে তারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন কেন?’
আরও পড়ুন : ‘আপনারা যা করেছেন তা একবার ভেবে দেখা উচিত ছিল’, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বললেন মোদী
গান্ধীজি যেখান থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই নাগরিকত্ব আইনের সমর্থনে সমাবেশের আয়োজন করে বিরোধী দলগুলিকে নাগরিকত্ব আইন নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগ করেন বিজয় রুপানি।
তিনি আরও বলেন, ‘আজ আমরা সিএএ’র সমর্থনে এই সমাবেশ করছি, যেখানে থেকে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা সিএএ’র বিষয়ে দেশের অনুভূতি নিয়ে খেলছে।আমরা বলেছিলাম ৩৭০ ধারা বাতিল করবো, রাম মন্দির বানাবো, তিন তালাক বন্ধ করবো এবং CAA আনবো। এ কারণেই জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছেন, এবং আমরা সরকার গড়েছি।’