দোলের আগে সরকারি কর্মীদের ভাতা বাড়াল নবান্ন, অ্যাকাউন্টে ঢুকবে ৫৫০০ টাকা

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সারা দেশ দোল উৎসবের আনন্দে মেতে উঠবে। তবে এই আনন্দের আগেই এক সুখবর পেলেন বহু সরকারি কর্মী। রাজ্য সরকার তাঁদের ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে…

Avatar

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সারা দেশ দোল উৎসবের আনন্দে মেতে উঠবে। তবে এই আনন্দের আগেই এক সুখবর পেলেন বহু সরকারি কর্মী। রাজ্য সরকার তাঁদের ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

প্রাণীমিত্র ও প্রাণীবন্ধুদের জন্য বাড়তি ভাতা

এবার ভাতা বৃদ্ধি করা হয়েছে প্রাণীমিত্র ও প্রাণীবন্ধু কর্মীদের জন্য। গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের পরিষেবার কাজে নিযুক্ত এই কর্মীরা এতদিন মাসে ৫০০০ টাকা ভাতা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তাঁদের মাসিক ভাতা ৫৫০০ টাকা করা হয়েছে। এই বৃদ্ধি কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে।

কর্মীদের জন্য সুখবর

এই ঘোষণা আসার পর কর্মীদের মধ্যে স্বভাবতই খুশির জোয়ার। প্রাণী সম্পদ দফতর ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে প্রায় ১৪,০০০ কর্মী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলেই তাঁরা এই বাড়তি ভাতা পাবেন।

দীর্ঘদিনের দাবি পূরণ

বহুদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা। অবশেষে সরকার সেই দাবি মেনে নিল। সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ভাতা বৃদ্ধির ফলে কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে এবং তাঁদের কাজের প্রতি উৎসাহও আরও বাড়বে।

দোল উৎসবের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রাণীমিত্র ও প্রাণীবন্ধু কর্মীদের জন্য এক বড় উপহার হয়ে এল।