ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে বিশাল আকার ধারণ করেছে ঘূর্নিঝড় ‘নাকরি’।একপ্রকার বিধ্বংসী লীলা চালিয়ে ভিয়েতনামের উপর দিয়ে নিজের পথ ধরে লক্ষ্যে ধেয়ে আসছে ‘নাকরি’।ভিয়েতনামের উপর দিয়ে নাকরি প্রবল গতিতে গেলে ধূলিসাৎ হয়ে পড়েছে কয়েক শত বাড়ি।
নাকরির জেরে অবস্থা কি পর্যায়ে যেতে পারে তা জানার উদ্দেশ্যে আগামী ৮ নভেম্বর থেকে ইউরোপিয়ান কমিশনের তরফ থেকে স্যাটেলাইট ম্যাপিং সিস্টেম চালু হয়েছে। এবং খবর সূত্রে জানা যায় যে গতকাল বুধবার নাকরির জেরে প্রায় ৪০০ টির মত বাড়ি ভেঙে পড়েছে এবং একজন নিখোঁজের সাথে মৃত দুই ব্যাক্তি। এছাড়া নাকরির প্রবল তাণ্ডব প্রায় ১০০০ হেক্টর জমির চাষাবাদ নষ্ট হয়েছে এবং প্রায় সমস্ত রাস্তা এখনও জলে নিমজ্জিত রয়েছে ।
ভিয়েতনামের পূর্ব এবং উত্তর প্রান্তে আগামী ২৪ ঘন্টায় বজ্রপাতের সাথে ভারী বর্ষণের আশঙ্কা করেছে ভিয়েতনামের হাওয়া অফিস। এরপর ক্রমশ শক্তি হ্রাস হয়ে ঘূর্নাবর্তটি দক্ষিণ থাইল্যান্ড হয়ে মায়ানমারের দক্ষিণ ভাগে এলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করলে শক্তি বৃদ্ধি করে ফের শক্তিশালী ঘূর্নাবর্তে পরিনত হতে পারে বলে আশা করেছেন আবহাওয়াবিদরা। এমনটাই হলে নাকরির নিশানায় থাকছে ভারতের দক্ষিন ভাগ। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এবারে নাকরির তাণ্ডবের শিকার হতে চলেছে। তবে ভারতে কবে ঢুকবে তা এখনও অনুমান করতে পারে নি আবহাওয়াবিদরা।